পশ্চিমবঙ্গ সরকারের অভিনব প্রকল্প “দুয়ারে সরকার” । দুয়ারের সরকারের মাধ্যমে পশ্চিমবঙ্গবাসী বাড়ির কাছাকাছি ক্যাম্পে বিভিন্ন প্রকল্পের আবেদন করতে পারবেন খুব সহজে। প্রতি বছরের ন্যায় এ বছরও অর্থাৎ 2022 এ দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে 15 ফেব্রুয়ারি থেকে চলবে 15 ই মার্চ পর্যন্ত। দুয়ারে সরকার ক্যাম্পে এ বছর পুরানো এবং নতুন প্রকল্প মিলে 24টি প্রকল্পের সুবিধা পাবেন সাধারণ মানুষ। কি কি প্রকল্পের সুবিধা মিলবে, কবে থেকে এই সুবিধা পাবেন বিস্তারিত জানুন –

দুয়ারে সরকারকে কবে থেকে শুরু হবে –
প্রথম পর্যায়ে দুয়ারের সরকার ক্যাম্প শুরু হবে 15 ই ফেব্রুয়ারি 2022 থেকে চলবে 21শে ফেব্রুয়ারি 2022 পর্যন্ত |
দ্বিতীয় পর্যায়ে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হবে 1st মার্চ থেকে চলবে 7 ই মার্চ 2022 পর্যন্ত | এরপরে আবেদনপত্র খতিয়ে দেখে সেগুলি সমাধান করা হবে 8 ই মার্চ থেকে 15 ই মার্চের মধ্যে |

প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান দুয়ারে সরকার ক্যাম্পে এবছর আরও 6 টি নতুন প্রকল্প যুক্ত হবে, আগে দুয়ারে সরকারকে 18 টি প্রকল্প যুক্ত ছিল এ বছর নতুন ছটি প্রকল্প যুক্ত হয়ে মোট চব্বিশটি প্রকল্পের সুবিধা পাবেন সাধারণ মানুষ।
নতুন প্রকল্প 6 টি প্রকল্প কি কি –
এবার কৃষি দপ্তরের কিষান ক্রেডিট কার্ড, ফিশারি দপ্তরের মৎস্যজীবী কার্ড, এমএসএমই দপ্তরের আর্টিসান ক্রেডিট কার্ড, শিল্পীদের জন্য ক্রেডিট কার্ড, পঞ্চায়েত দপ্তরের এস এইচ জি ক্রেডিট লিঙ্কেজ পরিষেবা পাওয়া যাবে, এর ফলে এবারের দুয়ারে সরকার ক্যাম্পে চব্বিশটি পরিষেবার জন্য আবেদন করতে পারবেন।
এছাড়াও থাকছে কোভিড ভ্যাকসিন ক্যাম্প, যারা এখনো পর্যন্ত টিকা নিতে পারেননি বা প্রথম ডোজ নিয়েছেন দ্বিতীয় দেবেন তারাও ক্যাম্প থেকে টিকা নিতে পারবেন।
মৎস্যজীবী ক্রেডিট কার্ড কি এই কার্ডের কি কি সুবিধা কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানুন – Click Here
পুরানো কি কি প্রকল্পের আবেদন করতে পারবেন –
কৃষক বন্ধু নতুন, 100 দিনের কাজ, স্বাস্থ্য সাথী, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, কাস্ট সার্টিফিকেট, জয় জোহার, তপশিলি বন্ধু, মানবিক প্রকল্প, জয়বাংলা পেনশন প্রকল্প, খাদ্যসাথী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষীর ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এছাড়াও রয়েছে ব্যাংক একাউন্ট ওপেনিং, আধার কার্ডের সেন্টার, জমি জায়গা মিউটেশন ইত্যাদি
কর্ম দিশা নতুন প্রকল্প দুয়ারের সরকারে –

নবান্নের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে – পুরসভার প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি ব্লকের পঞ্চায়েতে এই প্রকল্প কাজ হবে। কারিগরি শিক্ষা দপ্তরের একটি নতুন প্রকল্প যুক্ত করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে – “আমার কর্ম দিশা” [ amarkarmadisha ]। এই অ্যাপের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে প্রতি মাসে 10 হাজার কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে বেকার যুবক যুবতীদের জন্য।
One Response
স্যার আপনার কাছে অফলাইনে বা সরাসরি অনলাইনের যাবতীয় কাজগুলো কি শেখার কোনো ব্যবস্থা আছে। তাহলে খুবই উপকৃত হতাম।