পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গে 2021 সালে চালু হয়েছে লক্ষী ভান্ডার প্রকল্প। লক্ষীর ভান্ডার প্রকল্পে প্রতিটি পরিবারের বয়স্ক মহিলা সদস্যদের জন্য ন্যূনতম মাসিক আর্থিক সহায়তা প্রদান ।

করা লক্ষী ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন –
এই প্রকল্পের সুবিধা পাবেন 25 থেকে 60 বছর বয়সী [ যে বছর আবেদন করবেন সেই বছরের জানুয়ারি মাসের প্রথম তারিখে আপনার বয়স18 বছর হতে হবে ] এই রাজ্যের যেকোনো পরিবারের মহিলা সদস্য। কোন সরকারি সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্থা/ বিধিবদ্ধ সংস্থা/ পঞ্চায়েত /পৌরনিগম /পৌরসভা/ স্থানীয় স্বাস্থ্য সংস্থা/ সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রভৃতিতে নিয়মিত কোনো চাকুরি থেকে মাসিক উপার্জন করেন না তপশিলি জাতি, আদিবাসী জনজাতি পরিবারের মহিলা মাসিক 1000 টাকা এবং তপশিলি জাতি, আদিবাসী জনজাতি ভিন্ন অন্য পরিবারের মহিলা সদস্য মাসে 500 টাকা সহায়তা পাবেন।
লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন করতে কি কি নথি লাগবে –
১. স্বাস্থ্য সাথী কার্ড এর সত্যায়িত ফটোকপি
২. আধার কার্ডের সত্যায়িত ফটোকপি
৩. তপশিলি জাতি আদিবাসী জনজাতি শংসাপত্র সত্যায়িত ফটোকপি
৪. আবেদনকারীর ব্যাংকের পাস বইয়ের অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের ঠিকানা, আইএফএসসি কোড এবং এমআইসিআর কোড সহ অন্যান্য দরকারি তথ্য সম্বলিত পৃষ্ঠার সত্যায়িত ফটোকপি। [আবেদনকারীর নিজের নামে সিঙ্গেল ব্যাংক একাউন্ট থাকতে হবে ]
৫. আবেদনকারীর পাসপোর্ট মাপের রঙিন ফটো
যথাযথভাবে স্বাক্ষর করা আবেদনকারীর নিম্নলিখিত ঘোষণাপত্র –
১. তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা
২. তিনি কোনো সরকারি /সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্থা /বিধিবদ্ধ সংস্থা পৌরসভা/ স্থানীয় প্রশাসন সংস্থা /সরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতিতে নিয়মিত কোনো চাকুরি থেকে মাসিক উপার্জন করেন না ।
৩. আবেদনপত্রের দাখিল করা সকল তথ্য সত্য ।
আধার প্রমাণীকরণ এর জন্য সম্মতি পত্র –
আমি আধার নাম্বার ………………….এর ধারক নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারকে UIDAI এর সাথে প্রমাণীকরণ এর জন্য আমার আধার নাম্বার নাম এবং আঙ্গুলের ছাপ / ফিঙ্গারপ্রিন্ট / আইরিস ব্যবহার করার সম্মতি দিচ্ছি । নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার আমাকে বলেছেন যে শুধুমাত্র “লক্ষীর ভান্ডার” প্রকল্পের ডাটাবেসের প্রমাণীকরণ এর উদ্দেশ্যে আমার পরিচয় পত্র ব্যবহার করা হবে এবং আরও বলেছেন যে আমার বায়োমেট্রিক সংরক্ষণ করা হবে না, কাউকে দেওয়া হবে না, শুধুমাত্র প্রমাণের উদ্দেশ্যে CIDR-রে জমা দেওয়া হবে।
আধার নাম্বার ধারকের স্বাক্ষর
আবেদনকারীর নাম
যোগাযোগ –
দুয়ারে সরকার ক্যাম্প
বছরের অন্যান্য সময় আপনার কাছাকাছি বিডিও অফিস
Lakshmir Bhandar form Download click here